চতুর্থ বর্ষে ফিটব্যাক রিসেট

জমকালো আয়োজনে হয়ে গেলে ওয়েট লস সেন্টার ফিটব্যাক রিসেট এর চতুর্থ বর্ষ উদযাপন। বুধবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনম চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রোমোটার এবং ইনফ্লুয়েন্সাররা।

এসময় নুসরাত ফারিয়া এবং সাফা কবির ফিটব্যক সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলেন। শুরু থেকেই ফিটব্যক গুণগত সেবা দিয়ে আসছে বলে মন্তব্য করেন তারা। ফিটব্যাক সুন্দর জীবন গড়তে সহায়তা করে বলেও মন্তব্য করেন এ দুই অভিনেত্রী।

 

এছাড়াও ফিটব্যক থেকে সেবা গ্রহণকারী বেশকিছু নারী তাদের অভিজ্ঞাতা তুলে ধরেন। এ প্রিতষ্ঠান থেকে সেবা নিয়ে তাদের সুফলও বর্ননা করেন তারা।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাব বলেন, গত তিন বছর ধরে সুনামের সঙ্গে ফিটব্যক রিসেট সেবা প্রদান করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের প্রতি মানুষ যে আস্থা এবং সন্তুষ্টি প্রকাশ করেছে সেটাই আমাদের অর্জন। এভাবে মানুষের আস্থা নিয়েই আগামীতে আমরা পথ চলতে চাই।

 

এসময় ফিটব্যাকের বেশ কিছু হ্যাপি গ্রাহক এবং ইনফ্লুয়েন্সারদের হাতে পুরুস্কার তুলে দেন দুই অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং সাফা কবির।

উলে­খ্য, ফিটব্যাক রিসেট ওজন কমানো, ওজন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সমাধান প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *