গানের পাঠশালা
অংশগ্রহণের শর্তসমূহ:
১. শিক্ষার্থীর বয়স ৮ বছর থেকে ১২ বছরের মধ্যে হলে প্রাধান্য দেয়া হবে।
২. শুটিং স্টুডিওতে শিক্ষার্থী এবং শুটিং সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতিত আর কেও প্রবেশ করতে পারবে না।
৩. এই ফর্মে নামের যে বানান দেয়া হবে সার্টিফিকেটে সেই বানানই লেখা হবে।
৪. বাহিরের কোন খাবার শিক্ষার্থীদের জন্য অনুমোদিত নয়।
৫. শিশুদের সাজসজ্জা করানো যাবে না।
৬. কোন প্রকার অলঙ্কার শিশুদের পরানো যাবে না।
৭. শুটিং এর সময় একাধিক পোশাক সঙ্গে রাখতে হবে। তবে কোন পোশাক অতিরঞ্জিত ও জমকালো হতে পারবে না।
৮. প্রতি মাসে সর্বনিম্ন তিন দিন এবং মোট সর্বনিম্ন সাত দিন শুটিং এ উপস্থিত হতে হবে।
৯. শুটিং শুরু হবার পূর্বে জন্ম সনদ এর অনুলিপি জমা দিতে হবে।
অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে লিংকে ক্লিক করুন: https://forms.gle/RzbtFzEjVgQAnXXz6