স্কয়ার সুরের সেরা – জুনিয়র
স্কয়ার পরিবারের সদস্যদের সন্তানদের প্রতিভা অন্বেষণে গানের রিয়েলিটি শো
প্রিয় সহকর্মী,
স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক জনাব অঞ্জন চৌধুরীর মূল ভাবনা ও পরিকল্পনায় স্কয়ার পরিবারের সদস্যদের নিয়ে গানের রিয়েলিটি শো “স্কয়ার সুরের সেরা” এর সফল আয়োজনের পর এবার স্কয়ার পরিবারের সদস্যদের সন্তানদের সংগীত প্রতিভাকে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে “স্কয়ার সুরের সেরা জুনিয়র”। রেজিস্ট্রেশন করতে আগ্রহীদের অভিভাবকদেরকে নিজ নিজ মানবসম্পদ বিভাগে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলী:-
# স্কয়ার পরিবারের সদস্যদের সন্তানরা ও স্কয়ার গ্রুপ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান- ASTRAS পৌর প্রাথমিক বিদ্যালয়, ASTRAS পৌর উচ্চ বিদ্যালয়, স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ ও স্কয়ার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাথীরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
# অংশগ্রহণকারীর বয়সসীমা ৬ থেকে ১২ বছর পর্যন্ত ।
# ৩০ জুন ২০২৩ পর্যন্ত যাদের বয়সসীমা ১২ বছর শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন।
# আগামী ২০ জুন থেকে ৬ জুলাই রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
# আবেদনপত্রের সাথে জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।
# অডিশনে উত্তীর্ণ প্রতিযোগীকে পরবর্তীতে একজন অভিভাবকসহ ঢাকায় ক্যাম্পে অবস্থান করে স্টুডিও রাউন্ডে অংশ নিতে হবে।
# রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
– অভিভাবক দ্বারা ফরম পূরণ করে নিজ নিজ মানবসম্পদ বিভাগে জমা দেয়া যাবে।
– মাছরাঙা টেলিভিশনের ওয়েবসাইটে উল্লেখিত নিচের লিংকের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
- রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/vsE2vdPLSjRogjwB9
দ্রষ্টব্য: বিস্তারিত জানতে মাছরাঙা টেলিভিশনের ওয়েবসাইট www.maasranga.tv ভিজিট করুন।
*** একই ব্যক্তি একাধিক প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করলে তা বাতিল বলে গণ্য হবে ***