জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘বড়ো ভাই’

কাহিনী সংক্ষেপঃ

সিরিজটি মূলত চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেল-এর সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটা সুখী ও সাধারণ জীবন ছিলো তাদের; কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার নতুন বন্ধু এবং সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা পায়। তবে তাদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা, যারা তাদের জীবনে নানান বাধা সৃষ্টি করে। সিরিজের অন্যতম আকর্ষণ হলো ভাই- বোনদের মধ্যকার গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সহায়তা। পুরো গল্পজুড়ে চার ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা এবং প্রতিকূলতার বিরুদ্ধে তাদের ঐক্য আবেগপ্রবণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের ওপর নেমে আসা দুর্ভাগ্যের জন্য দায়ী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার এক তীব্র আকাঙ্খা নিয়ে এগিয়ে যায় তারা।

জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘বড়ো ভাই’ মাছরাঙা’র পর্দায়ঃ

তুর্কি টিভি সিরিজগুলোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও প্রচুর ভক্ত-দর্শক আছেন যারা তুর্কি সিরিজে বুঁদ হয়ে থাকেন। এ যাবৎ বাংলায় ডাবিংকৃত বেশ কিছু তুর্কি সিরিজ জনপ্রিয়তা পেয়েছে দেশে। যার ধারাবাহিকতায় মাছরাঙা টেলিভিশন পর্দায় এনেছে ‘বড়ো ভাই’ নামে একটি সিরিয়াল। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’। আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিয়ালটি তুরস্কের এটিভি চ্যানেলে প্রথম প্রচারিত হয় ২০২১ সালে। অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিশে^র বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে এটি। বর্তমানে ৪০টিরও বেশি দেশে প্রচারিত হচ্ছে এই সিরিয়াল। যার মধ্যে রয়েছে স্পেন, চীন, চিলি, পেরু, রোমানিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, জর্জিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, ইসরায়েল, লেবানন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং আরও অনেক দেশ। সিরিয়ালটি চার ভাইবোনের জীবন সংগ্রাম ও পারিবারিক বন্ধনের গল্প নিয়ে আবর্তিত। বাবা-মায়ের অকাল মৃত্যু তাদের জীবনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসে। একসঙ্গে থেকে সেই প্রতিকূলতা মোকাবিলা করে তারা। পরিবার, ভালোবাসা এবং ট্র্যাজেডির চমৎকার মিশেলে নির্মিত সিরিয়ালটি খুব দ্রুত দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। বাংলায় ডাবিংকৃত এই সিরিয়ালটি ১২ জানুয়ারি থেকে প্রচার শুরু করেছে মাছরাঙা টেলিভিশন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা, রাত ১২টা ও সকাল ১১:২০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। এ ছাড়া সপ্তাহের সব পর্ব একসাথে বিরতিহীনভাবে প্রচারিত হচ্ছে বৃহস্পতিবার রাত ১২টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *