প্লাস্টিক বোতল রিসাইকেল করে মালাইকার পোশাক

ল্যাকমের আসর প্রতিবারের মতো এবারো তারকাদের উপস্থিতিতে ঝলমলিয়ে উঠেছিল। ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫’-এর তৃতীয় রাত মাতিয়েছিলেন অভিনেত্রী তামান্না আর নির্মাতা করণ জোহর। শনিবার শেষরাত উজ্জ্বল করেছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর।
আগের দিন শুক্রবার আশির দশকের নায়িকারা সারা দিন ল্যাকমের র‍্যাম্প দখল করেছিলেন। কারিশমা কাপুর, শিল্পা শেঠি, মালাইকা অরোরা ঝড় তুলেছিলেন ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনে। কালো পোশাকে এই রাতকে মোহময়ী করে তুলেছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ফাল্গুনী শেনের পিকক-এর চোখধাঁধানো কালেকশনের কালো ক্রপ টপ, প্যান্ট, জ্যাকেট আর ভারী অলংকারে সজ্জিত ছিলেন তামান্না।

এই একই শোর শোস্টপার ছিলেন বলিউডের নির্মাতা করণ জোহর। তিনি এই রাতের জন্য বেছে নিয়েছিলেন কালো ট্রাউজার, গ্লিটার দেওয়া শার্ট, কালো কোট। নখের কালো নেইল পলিশ, কানের দুল করণের লুককে এক অন্য মাত্রা দিয়েছিল।
তবে মালাইকার পোশাকের পেছনে লুকিয়ে ছিল এক অন্য কাহিনি। আরএলান উপস্থাপিত শোতে নম্রতা যোশিপুরা নিয়ে এসেছিলেন রিসাইকেল পোশাকের বাহার। নম্রতার কালেকশনে স্পোর্টস, জিম, এয়ারপোর্ট, হোটেল লাউঞ্চ পোশাকের বৈচিত্র্য ছিল। মালাইকা পরেছিলেন প্লাস্টিক বোতল রিসাইকেল থেকে বানানো কালো জাম্প স্যুট আর সঙ্গে জ্যাকেট। নম্রতার ডিজাইন করা পোশাক পরে আরেক অভিনেত্রী কুব্রা সেটকে ল্যাকমের মঞ্চে হাঁটতে দেখা যায়। ডিজাইনার অমিত আগরওয়াল ‘ফ্যাশন’ আর ‘ফাংশন’ একসঙ্গে এনে এক ব্যতিক্রমী প্রদর্শন উপহার দিয়েছিলেন। তাঁর এই শোর শোস্টপার ছিলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর।

এই একই শোর শোস্টপার ছিলেন বলিউডের নির্মাতা করণ জোহর। তিনি এই রাতের জন্য বেছে নিয়েছিলেন কালো ট্রাউজার, গ্লিটার দেওয়া শার্ট, কালো কোট। নখের কালো নেইল পলিশ, কানের দুল করণের লুককে এক অন্য মাত্রা দিয়েছিল।
তবে মালাইকার পোশাকের পেছনে লুকিয়ে ছিল এক অন্য কাহিনি। আরএলান উপস্থাপিত শোতে নম্রতা যোশিপুরা নিয়ে এসেছিলেন রিসাইকেল পোশাকের বাহার। নম্রতার কালেকশনে স্পোর্টস, জিম, এয়ারপোর্ট, হোটেল লাউঞ্চ পোশাকের বৈচিত্র্য ছিল। মালাইকা পরেছিলেন প্লাস্টিক বোতল রিসাইকেল থেকে বানানো কালো জাম্প স্যুট আর সঙ্গে জ্যাকেট। নম্রতার ডিজাইন করা পোশাক পরে আরেক অভিনেত্রী কুব্রা সেটকে ল্যাকমের মঞ্চে হাঁটতে দেখা যায়। ডিজাইনার অমিত আগরওয়াল ‘ফ্যাশন’ আর ‘ফাংশন’ একসঙ্গে এনে এক ব্যতিক্রমী প্রদর্শন উপহার দিয়েছিলেন। তাঁর এই শোর শোস্টপার ছিলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর।

 

Tushar Ghosh | 30.03.2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *