বলিউডের ঈদের সিনেমা মানেই সালমান খানের দাপট। সিনেমা ব্লকবাস্টার। সালমানের ভক্ত-অনুসারীরাও থাকেন মুখিয়ে এ সময়ের জন্য। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আজ রোববার মুক্তি পাচ্ছে এ আর মুরুগাদস পরিচালিত ও সালমান খান অভিনীত ‘সিকান্দার’। চলুন জেনে নিই ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান খানের বেশ কিছু ব্লকবাস্টার সিনেমার কথা।
‘সিকান্দার’
ভারতীয় দর্শকদের ঈদের খুশিকে দ্বিগুণ করতে বড় পর্দায় আজ মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। গত মঙ্গলবার সকালে ছবির অগ্রিম বুকিং শুরু হয়। হুড়মুড়িয়ে বাড়তে থাকে টিকিটের দাম। সালমান খানের সঙ্গে‘সিকান্দার’-এ জুটি বেঁধে আসছেন রাশমিকা মান্দানা। এ ছবির অন্যান্য চরিত্রে আছেন সত্যরাজ, শারমান যোশি, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ অনেকে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে ‘সিকান্দার’, সেটাই এখন দেখার পালা।
‘কিসি কা ভাই কিসি কি জান’
২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়া সিনেমা এটি। এখানেও ছিল সালমান খানের দাপট। তাঁর বিপরীতে ছিলেন পূজা হেগড়ে। ১৮২ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটির কপালে অবশ্য আলোচনা-সমালোচনা দুই-ই জুটেছে।
‘ভারত’
দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘ওড টু মাই ফাদার’-এর (২০১৪) রিমেক ‘ভারত’। সালমান খান আর আলী আব্বাস জাফর জুটির সফল বাণিজ্যিক সিনেমার একটি এটি। সালমান খানের সঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। বিশ্বব্যাপী ৩২৫ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।
‘সুলতান’
আলী আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ও যে সাফল্যের মুখ দেখেছে, শুধু সেটা বললে হয়তো কম বলা হয়ে যায়। প্রথমবারের মতো একজন রেসলারের ভূমিকায় অভিনয় করা সালমান খানের এই সিনেমা বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করে। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে। মুক্তি পায় ২০১৬ সালে।
‘বজরঙ্গি ভাইজান’
কাহিনির কারণে ‘বজরঙ্গি ভাইজান’ দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। পাকিস্তান থেকে আসা একটি শিশুকে সাহায্য করে পবন সিং। অনেক চড়াই-উতরাই পেরিয়ে শিশুটিকে পৌঁছে দেয় তার পরিবারের কাছে। বাণিজ্যিকভাবে দারুণ সাফল্য লাভ করা সিনেমাটিতে ‘পবন সিং’ চরিত্রে যে সালমান খান অভিনয় করেছিলেন, সেটা আর বলার দরকার পড়ে না। বিশ্বব্যাপী ৯৬৯ কোটি রুপি আয় করা সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। পরিচালনা করেন কবির খান।
‘এক থা টাইগার’সালমান খানের ব্লকবাস্টার সিনেমা ‘এক থা টাইগার’-এ তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ। কবির খান পরিচালিত এই সিনেমা বক্স অফিসে বেশ কিছু রেকর্ড ভেঙে দেয়। বিশ্বব্যাপী আয় করে ৩৩৪ কোটি রুপির বেশি। স্পাই-থ্রিলার সিনেমাটি ছিল ২০১২ সালের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা।
‘বডিগার্ড’
এটি মালয়ালম সিনেমা ‘বডিগার্ড’-এর রিমেক। সালমান খানকে এই সিনেমায় দেখা যায় ‘লাভলি সিং’ চরিত্রে। লাভলি সিং কারিনা কাপুর খানের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করে। সিদ্দিক পরিচালিত এই সিনেমা মু্ক্তি পায় ২০১১ সালে । এটি ১৪৮ কোটি রুপির বেশি আয় করে।
‘দাবাং’
ভয়ডরহীন পুলিশ কর্মকর্তা চুলবুল পান্ডের আবির্ভাব ঘটে ‘দাবাং’ সিনেমার মাধ্যমে। ২০১০ সালের ১০ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘দাবাং’ দিয়েই বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষী সিনহার। অভিনব কশ্যপ পরিচালিত ‘দাবাং’ বিশ্বব্যাপী ২১৯ কোটি রুপি আয় করে ২০১০ সালের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তালিকায় নাম লেখায়।
‘ওয়ান্টেড’
ঈদে সালমান খানের সিনেমা মুক্তি মানেই ব্লকবাস্টার। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান্টেড’-এর ক্ষেত্রেও অন্যথা হয়নি। এটি ছিল মূলত তেলেগু সিনেমা ‘পোকিরি’র রিমেক। অ্যাকশন-ড্রামাধর্মী এই সিনেমা পরিচালনা করেছেন প্রভু দেবা। মোট ৯৩ কোটি রুপি আয় করে সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা হয়েছিল ‘ওয়ান্টেড’।
Tushar Ghosh | 30.03.2025