পালা বদল চলছে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। ক্রেইগ ব্রাফেট টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। ওদিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোভম্যান পাওয়েলকে। ওয়ানডের পাশাপাশি এখন শাই হোপ টি-টোয়েন্টি দলেরও অধিনায়কত্ব পেয়েছেন।
টি-টোয়েন্টির এই পরিবর্তনটাই মানতে পারছেন না কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। পাওয়েলকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে তিনি মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসেই অন্যতম বাজে সিদ্ধান্ত।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সোমবার এক বিবৃতিতে এই পরিবর্তনগুলোর কথা জানানোর পর নিজের ইনস্টাগ্রামে এমন প্রতিক্রিয়া জানান ব্রাভো। সিডব্লিউআই অবশ্য বিবৃতিতে জানিয়েছে, প্রধান কোচ ড্যারেন স্যামির পরামর্শে শাই হোপকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাওয়েল ‘পেশাদারিত্বের’ সঙ্গেই সিদ্ধান্তটি মেনে নিয়েছেন।
তবে ব্রাভো এই সিদ্ধান্তকে দেখছেন পাওয়েলের প্রতি ‘অবিচার’ হিসেবে। ২০২৩ সালের মে মাসে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান পাওয়েল। তার নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে সুপার এইটে। এরপরেও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না ব্রাভো, যিনি আপাতত কাজ করছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে। একই দলে খেলেন পাওয়েলও।
নিজের ইনস্টাগ্রামে ‘থ্যাঙ্ক ইউ, রোভম্যান পাওয়েল’ শিরোনামে এক পোস্টে ব্রাভো লিখেছেন, ‘সিডব্লিউআই, আবারও তোমরা ক্যারিবীয় জনগণ এবং ক্রিকেট বিশ্বের কাছে প্রমাণ করে দিলে যে খেলোয়াড়দের প্রতি অবিচার চলছেই! একজন সাবেক খেলোয়াড় এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একজন ভক্ত হিসেবে আমি মনে করি, এটা আমাদের ইতিহাসেই অন্যতম বাজে সিদ্ধান্ত। আমাদের টি-টোয়েন্টি দল র্যাঙ্কিংয়ে নয় নম্বরে ছিল, সেখান থেকে তিন নম্বরে তুলে আনার প্রতিদান এভাবে দেওয়া হলো পাওয়েলকে। খেলোয়াড়দের প্রতি খারাপ আচরণ কখন বন্ধ হবে! এটা খুবই দুঃখজনক.. দয়া করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিন।’
পাওয়েল অবশ্য এই সিদ্ধান্তের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
Tushar Ghosh | 01.04.2025