অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম স্বয়ংক্রিয় কুকিং–বেকিং প্ল্যাটফর্মের উদ্বোধন

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় কুকিং ও বেকিং শেখার সফটওয়্যার। আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ রাজধানীর মিরপুর-২–এর মিরপুর কনভেনশন হলে অনুষ্ঠিত হবে ‘Baking n Cooking Academy’–এর জমকালো গ্র্যান্ড ওপেনিং। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

 

সংস্থাটি জানিয়েছে, দেশের কুকিং ও বেকিং জগতে এটি প্রথম Automated Cooking & Baking Software, যেখানে রান্না ও বেকিং শেখার প্রতিটি ধাপই আধুনিক প্রযুক্তির মাধ্যমে অটোমেশন সুবিধায় সাজানো। প্ল্যাটফর্মটির পরিকল্পনা ও নির্মাতা মৌসুমি আকতার টুম্পা (টুম্পা মনি)।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অতিথিদের সামনে তুলে ধরা হবে সফটওয়্যারটির আধুনিক বৈশিষ্ট্য, শেখার পদ্ধতি এবং যারা কুকিংকে পেশা বা দক্ষতা হিসেবে গড়ে তুলতে চান—তাদের জন্য এই প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মের সম্ভাবনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে—
“আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলবে।”

ইভেন্টটির আয়োজন করছে Baking n Cooking Academy কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *